যুক্তরাষ্ট্রের বাজার থেকে সরানো হচ্ছে জনসন অ্যান্ড জনসন বেবি পাউডার

মার্কিন স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থার সমীক্ষা জানাচ্ছে জনসন অ্যান্ড জনসন বেবি পাউডারে পাওয়া গেছে ক্ষতিকারক অ্যাসবেস্টসের গুড়ো। যা শিশুদের জন্য অত্যন্ত বিপজ্জনক। যার জেরে একপ্রকার বাধ্য হয়েই মোট ৩৩ হাজার বেবি পাউডারের কৌটো ফিরিয়ে নিল সংস্থাটি। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, এই প্রথম জনসন অ্যান্ড জনসনের বেবি পাউডারে অ্যাসবেস্টসের নমুনা পাওয়া গেছে । অ্যাসবেস্টস শিশু শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক। এর সংস্পর্শে এলে ক্যানসার পর্যন্ত হতে পারে। যদিও, জনসন অ্যান্ড জনসন বেবি পাউডারে যে অ্যাসবেস্টস পাওয়া গেছে তার মাত্রা অত্যন্ত কম। মাত্র ০.০০০০২ শতাংশ অ্যাসবেস্টস আছে এই পণ্যে। কিন্তু, তাতেও কোনও ঝুঁকি নিচ্ছে না জনসন অ্যান্ড জনসন। সংস্থার সম্মানের কথা মাথায় রেখে বাজার থেকে তুলে নেওয়া হচ্ছে প্রচুর বেবি পাউডারের কৌটো। এখনও পর্যন্ত যা খবর তাতে, একই লটের মোট ৩৩ হাজার পণ্য যুক্তরাষ্ট্রের বাজার থেকে তুলে নিচ্ছে সংস্থাটি। সংস্থার তরফে জানানো হয়েছে, তারা পুরো ব্যাপারটি খতিয়ে দেখছে। যদিও তাদের পণ্যে কোনও অ্যাসবেস্টস নেই বলেই সংস্থার দাবি।

যে নমুনা পরীক্ষা করা হয়েছে, তার বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছে সংস্থাটি। তবে, যতোদিন না প্রমাণিত হচ্ছে জনসন অ্যান্ড জনসন বেবি পাউডার পুরোপুরি অ্যাসবেস্টস মুক্ত, ততোদিন যে লটের পণ্যে ক্ষতিকারক পদার্থটি পাওয়া গেছে, সেই লটের সমস্ত পণ্য বাজার থেকে তুলে নেওয়া হচ্ছে। এই প্রথম নয়, এর আগে একাধিকবার জনসন অ্যান্ড জনসনের পণ্য নিয়ে প্রশ্ন উঠেছে। ভারতেও একাধিকবার পরীক্ষায় ব্যর্থ হয়েছে জনসন অ্যান্ড জনসনের পণ্য। গতবছরের শেষের দিকে ভারতেও জনসনের পণ্যে অ্যাসবেস্টস পাওয়া গিয়েছিল। ১৯৪৮ সাল থেকে ভারতে এই পাউডারের ব্যবসা করছে জনসন অ্যান্ড জনসন। কিন্তু এই খবরের পর জনসন অ্যান্ড জনসনের ব্যবসায় যে প্রভাব পড়ছে, তা প্রকাশ্যেই সামনে এসেছে। শুক্রবার যুক্তরাষ্ট্রে প্রায় ৬ শতাংশ নেমেছে সংস্থার শেয়ারের দাম।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *