ঢামেকে বিশ্ব এনেস্থেসিয়া দিবস পালিত

১৬ অক্টোবর, এনেস্থেসিয়ার আবির্ভাবের দিন। ১৮৪৬ সালে রোগীকে প্রথম এনেস্থেসিয়া দেয়ার মাধ্যমে দিনটির সূচনা হয়। সময়ের প্রয়োজনে এনেস্থেসিয়া এখন অনেক আধুনিক। বিশ্বের উন্নত দেশগুলোর সাথে পাল্লা দিতে সক্ষম এ মুহূর্তে বাংলাদেশের এনেস্থেটিস্টরা। ১৬ অক্টোবর বিশ্বব্যাপী বিভিন্ন সংগঠন পালন করে ‘বিশ্ব এনেস্থেসিয়া দিবস’। বাংলাদেশেও ‘এনেস্থেসিওলজিস্ট ফোরাম বাংলাদেশ’ বিভিন্ন কর্মসুচির মাধ্যমে দিনটি উদযাপন করে।

সংগঠনটির কর্মসূচির মধ্যে ছিল ঢাকা মেডিক্যাল কলেজের জরুরি বিভাগ প্রাঙন থেকে র‌্যালি, বৈজ্ঞানিক সেমিনার, আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।এই সব কর্মসূচির প্রধান অতিথি ছিলেন ঢাকা মেডেকেল কলেজের অধ্যক্ষ ডা: খান আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি ছিলেন ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন, ঢাকা মেডিকেল কলেজের এনস্থেসিয়া, এনালজেসিয়া, পেলিয়েটিভ ও ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা: মোজাফফর হোসেন।

অনুষ্ঠানে অতিথিদের আলোচনায় উঠে আসে বাংলাদেশে এনস্থেসিয়ার ব্যবহার, সুফল, সরকারের উদ্যোগসহ নানা বিষয়। 
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন স্থানে কর্মরত এনস্থেসিওলজিস্টগণ।   

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *