ভুয়া চিকিৎসকের কারাদন্ড

নালিতাবাড়ীতে শহিদুল ইসলাম (৪২) নামে এক ভুয়া চিকিৎসককে ২ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার রাতে পৌর শহরের মধ্যবাজারে লাবণ্য মেডিসিন এ্যান্ড হেলথ কেয়ার থেকে তাকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে ওই সাজা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান। ওই সময় নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জাহিদ হাসানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্ত শহিদুলকে রবিবার সকালে থানা পুলিশের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। জানা যায়, গাইবান্ধা জেলা সদরের খোর্দ মালিবাড়ী গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম এইচএসসি পাস করে ঢাকার একটি প্রতিষ্ঠান থেকে ‘ডিএমএফ’ সনদপত্র নিয়ে নিজেকে ‘পলিপ, পাইলস ও হাঁপানি রোগের চিকিৎসক’ বলে পরিচয় দিয়ে নামের আগে ‘ডাঃ’ ও ‘এমএ’ উপাধি ব্যবহার করতেন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *