রংপুর মেডিক্যালে নিম্নমানের যন্ত্রপাতি সরবরাহ, গ্রেফতার ১

রংপুর মেডিক্যাল কলেজে নিম্নমানের যন্ত্রপাতি সরবরাহ করে চার কোটি ৪৮ লাখ ৮৯ হাজার ৩ শত টাকা আত্মসাতের মামলায় বেঙ্গল সায়েন্টিফিক এ্যান্ড সার্জিক্যাল কোম্পানির মহাব্যবস্থাপককে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার বিকাল ৪টার দিকে রাজধানীর তোপখানা রোড এলাকা থেকে কোম্পানিটির জিএম সৈয়দ কামরুল আহসানকে গ্রেফতার করা হয়।

এর আগে গত সেপ্টেম্বর মাসে রংপুর মেডিক্যাল কলেজে যন্ত্রপাতি কেনার নামে আত্মসাতের অভিযোগে বেঙ্গল সায়েন্টিফিক এ্যান্ড সার্জিক্যাল কোং-এর মালিক মোঃ জাহের উদ্দিন সরকারসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে ১২ সেপ্টেম্বর মামলাটি দায়ের করা হয় (মামলা নং-০৫)। এজাহারে বলা হয়, অসৎ উদ্দেশ্যে পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে রংপুর মেডিক্যাল কলেজে ভারি যন্ত্রপাতি ও সরঞ্জামাদির প্রয়োজন না থাকা সত্ত্বেও প্রতারণা ও জালজালিয়াতির আশ্রয় নিয়ে ব্যবহার অনুপযোগী ও নিম্নমানের যন্ত্রপাতি সরবরাহের মাধ্যমে সরকারের চার কোটি ৪৮ লাখ ৮৯ হাজার ৩ শত টাকা আত্মসাত করেন আসামিরা। মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মোঃ সাইদুজ্জামান এ গ্রেফতার অভিযানের নেতৃত্ব দেন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *