জনবল সঙ্কটে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা ব্যাহত

সঙ্কটের আবর্তে ঘুরপাক খাচ্ছে অবহেলিত ভাটি বাংলার একমাত্র ৫০ শষ্যা মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। নেত্রকোনা জেলার উত্তর পূর্ব অংশের ৫টি এবং সুনামগঞ্জ জেলার ৫টিসহ মোট ১০টি উপজেলার প্রায় ১২ লাখ মানুষের ভরসা এই হাসপাতালটি নানা সমস্যার আবর্তে ঘুরপাক খাচ্ছে। অবকাঠামোগত সমস্যার পাশাপাশি রয়েছে বিশাল জনবল সমস্যা। প্রতিদিন হাজার হাজার মানুষ স্বাস্থ্যসেবা নিতে এখানে ভিড় করলেও উপযুক্ত চিকিৎসাসেবা না পেয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। সরেজমিন হাসপাতাল ঘুরে দেখা গেছে মাত্র ৫জন রেজিস্টার্ড চিকিৎসক কর্মরত আছেন।

তাদের সঙ্গে আছেন ছয়জন মেডিক্যাল সহকারী। এই ছয়জন মেডিক্যাল সহকারী দিনরাত সেবা দিয়ে চলেছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রথম শ্রেণীর পদ রয়েছে ২৮টি। পুরুষ ৯জন মহিলা ৪জন মোট ১৩ জন বহাল আছেন (কাগজে কলমে) ১৫টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে জুনিয়র কনসালটেন্ট ডেমস্টলজি ১টি; জুনিয়র কনসালটেন্ট সার্জারি ১টি; জুনিয়র কনসালটেন্ট মেডিসিন ১টি; জুনিয়র কনসালটেন্ট এনেসথেসিয়া ১টি; জুনিয়র কনসালটেন্ট সার্জন ডেল্টাল ১টি; মেডিক্যাল অফিসার ইউএসসি ১টি; জুনিয়র কনসালটেন্ট চক্ষু ১টি; জুনিয়র কনসালটেন্ট নাক কান গলা ১টি; এ্যাসিসটেন্ট সার্জন প্যাথলজি ১টি; জুনিয়র সার্জন এনেসথেসিস্ট ১জন; এ্যাসিসটেন্ট সার্জন (ইউনিয়ন এইচ সি) ১টি। দ্বিতীয় শ্রেণীর পদ রয়েছে ২৫টি। ২২ জন কর্মরত আছেন। খালি রয়েছে সিনিয়র স্টাফ নার্সের ৩টি পদ।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *