চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন ৩ জন

চিকিৎসাবিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন তিনজন। তারা হলেন- উইলিয়াম কায়েলিন জেআর, স্যার প্যাটার  জে. রেটকলিফ এবং  গ্রেগ এল. সিমেনজা।

সোমবার (০৭ অক্টোবর) সুইডেনের স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে (বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টা) ফিজিওলজি বা মেডিসিন বিভাগে নোবেলজয়ীদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।

২০১৯ সালের প্রথম সেশনের এই পুরস্কার সুইডেনের স্টকহোম ক্যারোলিনস্কা ইনস্টিটিউট থেকে ঘোষণা করা হয়।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *