বাউফলে ওষুধ ব্যবসায়ীদের ধর্মঘট

নির্বাহী ম্যাজিস্ট্রেটের অনুপস্থিতিতে শহরের ওষুধের দোকানগুলোতে অবৈধভাবে জরিমানা করার প্রতিবাদে ধর্মঘট ডেকেছে বাংলাদেশ কেমিস্ট এ্যান্ড ড্্রাগিস্ট বাউফল উপজেলা শাখা। বুধবার বিকেল থেকে অনির্দিষ্টকালের জন্য শহরের অর্ধশত ওষুধের দোকান বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়।

কেমিস্ট এ্যান্ড ড্্রাগিস্ট সমিতির সভাপতি রফিকুল ইসলাম জানান, ঘটনার দিন দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলার সহকারী পরিচালক মোঃ সেলিম কয়েকজন র‌্যাব সদস্য নিয়ে বাউফল হাসপাতালের সামনে নুহা মেডিক্যাল হল, মোল্লা মেডিক্যাল হলসহ ৫টি ওষুধের দোকানে কোন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতি ছাড়াই বিধিবহির্ভূত একলাখ টাকা জরিমানা করেছেন। এ কারণে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ওই ব্যবসায়ী সংগঠনটির সাধারণ সম্পাদক এএফ রিয়াজ বলেন, ‘ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মোঃ সেলিমকে প্রত্যাহার করা না পর্যন্ত পৌর শহরসহ সমগ্র উপজেলায় ওষুধের দোকানগুলোতে ধর্মঘট অব্যাহত থাকবে। বাউফল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিজুস চন্দ্র দে বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়া ভ্রাম্যমাণ আদালত বসানোর কোন সুযোগ নেই। তবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক বিধির মধ্যে অভিযান চালাতে পারবেন। তবে কাউকে জেল দিতে পারবে না।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *