বিএসএমএমইউতে অফথালমিক ওয়েট ল্যাব উদ্বোধন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের দ্বিতীয়তলায় সোমবার সকালে চক্ষু চিকিৎসায় দক্ষ সার্জিক্যাল ট্রেনিংয়ের জন্য আধুনিক অফথালমিক ওয়েট ল্যাব উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া। এখানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিজ্ঞান বিভাগ ও কমিউনিটি অফথালমোলজি বিভাগের চিকিৎসক ও মেডিক্যালে উচ্চ শিক্ষায় অধ্যয়নরত ছাত্রছাত্রীদের চোখের সব ধরনের সার্জিক্যাল বিষয়ে হাতেকলমে প্রশিক্ষণ দেয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ও কমিউনিটি অফথালমোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ, একই বিভাগের অধ্যাপক ডাঃ সৈয়দ আব্দুল ওয়াদুদ, চক্ষু বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোঃ জাফর খালেদ, অধ্যাপক ডাঃ মোঃ শফিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক ডাঃ নুজহাত চৌধুরী প্রমুখসহ সংশ্লিষ্ট শিক্ষক, চিকিৎসক ও ছাত্রছাত্রীবৃন্দ। -বিজ্ঞপ্তি

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *