সকল স্থল ও নৌবন্দরে স্থাপন করা হয়েছে ‘কেমিক্যাল টেস্টিং ইউনিট’: এনবিআর

দেশের সকল স্থল ও নৌবন্দরে আমদানি করা মৌসুমি ফলে রাসায়নিক পরীক্ষার জন্য ‘কেমিক্যাল টেস্টিং ইউনিট’ স্থাপন করা হয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এছাড়া বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আলাদা প্রতিবেদনে জানিয়েছে, বাজারে থাকা মৌসুমি ফলের নমুনায় ফরমালিন বা কার্বাইডের উপস্থিতি পাওয়া যায়নি। ১১৪টি অভিযান পরিচালনা করে এ তথ্য পেয়েছে বিএসটিআই। এর মধ্যে ঢাকায় ৬৯টি এবং বাকিগুলো নরসিংদীতে পরিচালনা করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়। সোমবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে প্রতিবেদন দুটি দাখিল করা হয়। পরে আদালতের অবকাশকালীন ছুটির পর এ বিষয়টি কার্যতালিকায় আসবে বলে আদেশ দেয় আদালত। আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল এবিএম আবদুল্লাহ আল মাহমুদ বাশার। বিএসটিআইর পক্ষে ছিলেন ব্যারিস্টার সরকার এম আর হাসান (মামুন)।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *