ঈদের ছুটি শেষে বাড়ি ফেরার পর ডেঙ্গু প্রতিরোধে সতর্কতামূলক কিছু পরামর্শ

ঈদের ছুটি শেষে বাড়ি ফেরার পর ডেঙ্গু প্রতিরোধে সতর্কতামূলক কিছু পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। স্বাস্থ্য অধিদফতরের পরামর্শগুলো তথ্য বিবরণীর মাধ্যমে গণমাধ্যমে পাঠানো হয়েছে। বাংলানিউজ

যাদের বাড়িতে মশা নিধনের স্প্রে আছে-
*একজন প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তি ঘরের মূল দরজা খুলে ঘরে ঢুকবেন এবং দরজা জানালা বন্ধ অবস্থায় ঘরের আনাচে কানাচে, পর্দার পিছনে, খাটের নীচে স্প্রে করবেন।

*কোনভাবেই ঘরে শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী মহিলাদের প্রথমে ঘরে ঢুকতে দেবেন না।

*মশার স্প্রে ব্যবহারের পর প্রাপ্তবয়স্ক ব্যক্তি ঘর থেকে বেরিয়ে যাবেন ও আধা ঘণ্টা অপেক্ষা করবেন।

*আধা ঘণ্টা পর আবার ঘরে ঢুকে সকল দরজা জানালা খুলে দেবেন।

* কমোড ফ্ল্যাশ করবেন, বেসিনের কল ছেড়ে দেবেন।

যাদের বাড়িতে মশা নিধনের স্প্রে নেই-

*সবাই একসঙ্গে ঘরে না ঢুকে প্রথমে একজন প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তি ঢুকে সকল দরজা জানালা খুলে দেবেন।

*ঘরের সব ফ্যান ছেড়ে দেবেন।

*কমোড ফ্ল্যাশ করবেন, বেসিনের কল ছেড়ে দেবেন।

এ কাজগুলো সম্পন্ন করার পর পরিবারের অন্যান্য সদস্যগণ ঘরে প্রবেশ করবেন।

সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি থেকে মঙ্গলবার (১৩ আগস্ট) পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা সর্বমোট ৪৪ হাজার ৪৭১ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন মোট ৩৬ হাজার ৮৮৪ জন। এ পর্যন্ত ৪০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বর্তমানে ঢাকায় ৪০টি সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রোগীর সংখ্যা ৪ হাজার ১১৫ জন এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে মোট ভর্তি রোগীর সংখ্যা ৩ হাজার ৪৩২ জন। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত নতুন রোগী ভর্তি হয়েছে ১ হাজার ২০০ জন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *