চট্টগ্রাম মেডিকেলে স্থাপন করা হল ডেঙ্গু সেল

বন্দরনগরী চট্টগ্রামসহ আশপাশের জেলাগুলোতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আজ চালু হচ্ছে ডেঙ্গু চিকিৎসার জন্য বিশেষ সেল।

আজ রবিবার থেকে চালু হচ্ছে বিশেষ চিকিৎসাসেবা সেলটি। এছাড়া চট্টগ্রাম জেলার ১৪টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেগুলোতে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার জন্য খোলা হচ্ছে ডেঙ্গু কর্নার।

ডেঙ্গু সেল স্থাপনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের উপ-পরিচালক ডা. আখতারুল ইসলাম।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হঠাৎ করে চমেকে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় আলাদা চিকিৎসা সেল গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। এখানে চিকিৎসকদের একটি বিশেষ টিম সার্বক্ষণিক রোগীদের সেবা প্রদানে কাজ করবে।

চমেকে চলতি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হন ২৬ জন রোগী। এর মধ্যে ১০ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেও বাকি ১৬ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *