চিকিৎসা গবেষণায় সম্মাননা পেলেন বাংলাদেশি অধ্যাপক মইনুল হক

মালয়েশিয়ায় চিকিৎসা বিজ্ঞান গবেষণায় সম্মাননা পেয়েছেন দেশটিতে বসবাসরত এক বাংলাদেশি অধ্যাপক।

তার নাম মইনুল হক। তিনি ডিফেন্স ইউনিভার্সিটি অব মালয়েশিয়ার মেডিসিন অ্যান্ড ডিফেন্স হেলথ বিভাগের ফ্যাকাল্টি মেম্বার।

মইনুল তার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর লেফটেন্যান্ট জেনারেল আবদুল হালিম বিন হাজি জালালের কাছ থেকে ‘গোল্ডেন আর্টিকেল টপ রিসার্চার্স মোস্ট সাইটেড ২০১৮’ শিরোনামে এ সম্মাননা পান।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানান তারিক সুজাত।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অধ্যাপক মইনুল হক তার ইমপ্যাক্ট ফ্যাক্ট (ছ১, ছ২) জার্নালসহ প্রকাশিত বহু আর্টিকেলের জন্য বহির্বিশ্বে সুপরিচিত। গবেষণার পেছনে আত্মনিয়োগের পাশাপাশি ছাত্রদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া ডক্টর মইনুলের প্রিয় কাজ।’

রিসার্চ অ্যান্ড ইনোভেশন ক্যাটাগরিতে অন্য দেশের নাগরিক হিসেবে একমাত্র তিনিই এই সম্মাননা পান বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

সুত্র ঃ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম 

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *