আমেরিকাকে গড় আয়ুতে ছাড়িয়ে যেতে বেশিদিন লাগবে না: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, গড় আয়ুর দিক থেকে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে বাংলাদেশের খুব বেশি সময় লাগবে না। আজ বৃহস্পতিবার (৪ জুলাই) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সেবাদান কার্যক্রম উদ্বোধনের সময় তিনি এই কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘মানুষের গড় আয়ু এক বছর বাড়লে জিডিপি ১০ শতাংশ বাড়ে। বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল ৬০ বছর, বিএনপি-জামায়াত জোটের সময় ছিল ৬৪ বছর, এখন সেটা হয়েছে ৭৩ বছর। অর্থাৎ এখন প্রায় ১০ বছর গড় আয়ু বেড়েছে। জিডিপি সেই কারণেই আজ এতো বেড়েছে। একই কারণে আজ বাজেট সাড়ে পাঁচ লাখ কোটি টাকা প্রায়। কাজেই আমাদের গড় আয়ু আগামীতে আরও বাড়াতে হবে। সবচেয়ে ধনী রাষ্ট্র আমেরিকার গড় আয়ু ৭৮ বছর। আমাদের সঙ্গে মাত্র পাঁচ বছরে ব্যবধান আছে। আমাদের প্রবৃদ্ধি সাড়ে আট শতাংশ, আমেরিকার প্রবৃদ্ধি দুই থেকে দুই দশমিক পাঁচ শতাংশেই আছে এখনও। কাজেই আমরা যে হারে বাড়ছি, তাতে আমেরিকাকে গড় আয়ুতে ছাড়িয়ে যেতে বেশিদিন আর লাগবে না।’

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *