ডেঙ্গু নিয়ন্ত্রণে দুই সিটি করপোরেশন কী পদক্ষেপ নিয়েছে জানতে চান হাইকোর্ট

ডেঙ্গুর প্রাদুর্ভাবসহ মশা নিয়ন্ত্রণে ঢাকার দুই সিটি করপোরেশন কী পদক্ষেপ নিয়েছে এবং তা বাস্তবায়নের প্রতিবেদন দুই সপ্তাহের মধ্যে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (০২ জুলাই) বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ সিটি করপোরেশনকে এ নির্দেশ দেন। বায়ুদূষণ রোধে করা এক রিটে এ আদেশ দেন আদালত।

আদালতে দুই সিটি করপোরেশনের পক্ষে ছিলেন আইনজীবী নুরুন্নাহার নুপুর। রিটকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

আদালতে বায়ুদূষণ রোধে দুই সিটি করপোরেশনের প্রতিবেদনেই ডেঙ্গু নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপের কথা উপস্থাপন করেন তাদের আইনজীবী।

শুনানিতে আদালত বলেছেন, ডেঙ্গুর প্রাদুর্ভাব অনেক বেড়ে গেছে। শত শত মানুষ আক্রান্ত হচ্ছে। এটা তো মহামারি আকার ধারণ করছে! আপনারা (সিটি করপোরেশন) কী ওষুধ দিচ্ছেন তাতে তো নিয়ন্ত্রণ হচ্ছে না।

পরে আইনজীবী মনজিল মোরসেদ সাংবাদিকদের বলেন, নির্দেশনা অনুযায়ী আজকে ঢাকার দুই সিটি করপোরেশন থেকে প্রতিবেদন দাখিল করা হয়। ওই প্রতিবেদনে এডিস মশা নিধনে ব্যবস্থা নেওয়ার বিষয়টি তুলে ধরে এ বিষয়ে সচেতনতা বাড়াতে সিটি করপোরেশন এলাকায় ওয়ার্ডভিত্তিক কমিটি গঠন, ওষুধ ছিটানো, বৈঠকের কথা বলা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও বিভিন্ন কমিটি করা হয়েছে বলে জানানো হয়েছে।

মনজিল মোরসেদ আরও বলেন, ‘আগের নির্দেশ অনুযায়ী সিটি করপোরেশন কী কী পদক্ষেপ নিয়েছে, নেওয়া সেসব পদক্ষেপের কার্যকারিতা কী সে বিষয়ে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন। এছাড়া ১৭ জুলাই (বুধবার) পরবর্তী শুনানির তারিখ দিন রেখেছেন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *