জরায়ুমুখে ক্যান্সার আশঙ্কায় ‘ভায়া’ টেস্টের পরামর্শ

জরায়ুমুখে ও স্তন ক্যান্সারের আশঙ্কা থাকলে দ্রুত ‘ভায়া’ টেস্টের মাধ্যমে সন্দেহ দূর করার পরামর্শ দিয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। যাতে মানুষ সঠিক সময়ে সঠিক চিকিৎসাসেবা পেতে পারে।

রোববার (৩০ জুন) দুপুরে সিভিল সার্জন সভাকক্ষে কুড়িগ্রামে জেলা পর্যায়ে ‘জরায়ুমুখ ও স্তন ক্যান্সার’ বিষয়ক সচেতনতামূলক কর্মশালায় এ পরামর্শ দেয় স্বাস্থ্যবিভাগ।

কর্মশালায় জেলার প্রত্যন্ত চর এলাকার সাধারণ গৃহিনী, উন্নয়নকর্মী ও স্বাস্থ্যকর্মীরা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. এসএম আমিনুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডিপুটি সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ লিংকন, সাংবাদিক হুমায়ুন কবির সূর্য্য, স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জহুরুল ইসলাম, প্রোগ্রাম অর্গানাইজার আব্দুল হান্নান প্রমুখ।

স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর স্বাস্থ্য অধিদফতর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ‘রিসার্স ফর ডেভেলপমেন্ট’ নামক বেসরকারি কনসাল্টিং ফার্মের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *