আন্দোলন উপেক্ষা করেই বিএসএমএমইউতে চিকিৎসকদের ভাইভা

চিকিৎসক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন পরীক্ষা নেওয়ার দাবিতে আন্দোলনের মধ্যেই লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা নিচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ।

আজ সোমবার সকাল পৌনে ৯টা থেকে মৌখিক পরীক্ষা শুরু হয়।

ভাইভা চলাকালেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনে ফলাফল বাতিলের দাবিতে বিক্ষোভ করে একটি পক্ষ। গতকাল রবিবার বিক্ষোভ চলাকালে পুলিশ লাঠিচার্জ করেছিল তাঁদের ওপর।

আজ সকাল থেকেই ফলাফল বাতিল করে পুনরায় পরীক্ষা নেয়ার দাবি এবং উপাচার্যের পদত্যাগ ও পুলিশি হামলার প্রতিবাদে মিছিল করেন আন্দোলনরতরা।

বিএসএমএমইউ-এর অভ্যন্তরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়াকে সভাপতি ও রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আবদুল হান্নানকে সদস্যসচিব করে গঠিত ১০ সদস্যের নিয়োগ কমিটি মৌখিক পরীক্ষা নিচ্ছে। দুপুর ১টা থেকে আরও ১৫ জনের সাক্ষাৎকার নেয়া হচ্ছে। আগামী ৮ জুলাই পর্যন্ত ভাইভা চলবে বলে জানা গেছে।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *