ভিসেরা প্রতিবেদনে ডা. রাজনের মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. রাজন কর্মকারের মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক। ভিসেরা পরীক্ষার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। আজ বৃহস্পতিবার (৯ মে) বাংলা ট্রিবিউনকে এ কথা জানিয়েছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডা. সেলিম রেজা।

ডা. রাজনের মরদেহের ভিসেরা প্রতিবেদন হাতে পেয়ে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।

তিনি বলেন, ‘ভিসেরা রিপোর্টে আমরা যেটা পেয়েছি এটি তার (ডা. রাজন) কার্ডিওমায়োপ্যাথি। স্বাভাবিক মৃত্যু।’

এ প্রসঙ্গে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. উত্তম কুমার বড়ুয়া বলেন, ‘আমার বিভাগীয় প্রধান আমাকে জানিয়েছেন তার মায়োকার্ডিয়াল ইনফেকশনে মৃত্যু হয়েছে, যেটাকে আমরা হার্ট অ্যাটাক বলি।’

উল্লেখ্য, ১৬ মার্চ চেম্বার শেষে বাসায় ফেরার পর মারা যান ডা. রাজন কর্মকার। তিনি খাদ্যমন্ত্রী সাধন কুমার মজুমদারের জামাই। তার স্ত্রীও বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছেন। দাম্পত্য কলহের অভিযোগ থাকায় তার মৃত্যুকে ‘অস্বাভাবিক’ বলে অভিযোগ করেন তার সহকর্মী-শিক্ষার্থীরা। তাদের দাবির পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত করা হয়। এ সময় তার ভিসেরা রিপোর্ট পেতে সময় লাগবে বলে জানান ডা. সেলিম রেজা।

রিপোর্টের বিষয়টি বিএসএমএমইউ‘র ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ডা. কাজী বিল্লুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি আসলে রিপোর্ট প্রকাশের বিষয়টি জানি না। আপনার কাছেই প্রথম শুনলাম। আমরা তার মৃত্যুর ঘটনার একটা সুষ্ঠু তদন্ত করতে বলেছিলাম এখন রিপোর্টে কী হয়েছে সেটাই আসল কথা।’ 

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *